Xiaomi-র মাথায় নতুন মুকুট, 5G স্মার্টফোন শিপমেন্টেও Samsung কে টেক্কা
5G স্মার্টফোন শিপমেন্টে Samsung কে পিছনে ফেললো Xiaomi |
5G স্মার্টফোন শিপমেন্টে Samsung কে পিছনে ফেললো Xiaomi
লেটেস্ট রিসার্চের উদ্ধৃতি দিয়ে Strategy Analytics জানিয়েছে, শাওমি-র দুর্দান্ত পারফরম্যান্সের জেরে স্যামসাং পিছিয়ে পড়তে বাধ্য হয়েছে। স্যামসাং আগের ১০ টি ত্রৈমাসিকে বিশ্বব্যাপী ৭৭ মিলিয়ন ৫জি স্মার্টফোন শিপমেন্ট করেছে। এছাড়া, ২০১৯-এর প্রথম ত্রৈমাসিকে স্যামসাং বিশ্বের প্রথম 5G স্মার্টফোন শিপমেন্ট করেছে, যা এককথায় রেকর্ড। কিন্তু চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাটি শাওমি-র কাছে হার মানতে বাধ্য হয়েছে।
২০২১-এর দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী 5G Android মার্কেটে শীর্ষ ৫ স্মার্টফোন বিক্রেতা
২০২১-এর দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী 5G Android মার্কেটে শীর্ষ ৫ স্মার্টফোন বিক্রেতা
অন্যদিকে Huawei, Android OS ফোন নির্মাতাদের মধ্যে কিউমুলেটিভ ৫জি স্মার্টফোন লিডার হিসেবে অধিষ্ঠান করছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, Huawei গত নয়টি ত্রৈমাসিকে বিশ্বব্যাপী ৯৫ মিলিয়ন ৫জি স্মার্টফোন শিপমেন্ট করেছে। তবে Huawei-এর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ফলে স্মার্টফোন শিপমেন্ট অনেকটাই কমে গেছে, যা Oppo, Honor, Realme এবং Lenovo-Motorola-র মতো অন্যান্য চীনা সংস্থাগুলির ব্যবসায়িক উন্নতির পথ অনেকটাই প্রশস্ত করেছে।
আবার Vivo, বিশ্বব্যাপী ৫জি অ্যান্ড্রয়েড ফোন শিপমেন্টের ক্ষেত্রে ১৮.৫% মার্কেট শেয়ার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সংস্থাটি ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ১৭.৫ মিলিয়ন ইউনিট শিপমেন্ট করেছে। Oppo এবং Samsung যথাক্রমে ১৭.৯% এবং ১৬.৫% মার্কেট শেয়ার সহ তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থান দুটি দখল করছে।
স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স অনুসারে, Lenovo-Motorola-ও একেবারেই পিছিয়ে নেই। ইয়ার-অন-ইয়ার গ্রোথের দিক থেকে সংস্থাটি শীর্ষে রয়েছে। সংস্থাটি দ্বিতীয় ত্রৈমাসিকে বার্ষিক মোট ৩,৪৮০ শতাংশ শিপমেন্ট করেছে। Realme ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ইয়ার-অন-ইয়ার গ্রোথের ক্ষেত্রে ১৭৭৩% অ্যানুয়াল গ্রোথ সহ দ্বিতীয় স্থান অর্জন করেছে। Realme-র ঘাড়ে নিশ্বাস ফেলছে OnePlus, যা ৮৭৭% ইয়ার-অন-ইয়ার গ্রোথ সহ তৃতীয় স্থানে রয়েছে।