Mi 11T 5G অন্যান্য ফিচার সহ লঞ্চের দুয়ারে দাঁড়িয়ে পেয়ে গেল FCC সার্টিফিকেশন
ছবি সংগৃহীত |
Xiaomi তাদের Mi 11T সিরিজ লঞ্চ করার প্রস্তুতি শুরু করছে। এই সিরিজের অধীনে দুটি ফোন আসবে বলে জানা গেছে- Mi 11T ও Mi 11T Pro। আগামী মাসে বা অক্টোবরে ফোনগুলি বিভিন্ন মার্কেটে পা রাখতে পারে। তার আগে Mi 11T ফোনটি একের পর এক বিভিন্ন দেশের ছাড়পত্র লাভ করছে। সম্প্রতি 5G সাপোর্টের এই ফোনকে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে Mi 11T 5G সম্পর্কে কি কি তথ্য উঠে এলো আসুন জেনে নেওয়া যাক।
Mi 11T 5G এর FCC লিস্টিং হলো
শাওমি Mi 11T 5G কে আমেরিকার সার্টিফিকেশন সাইট, এফসিসিতে 21081111RG মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে জানা গেছে, ফোনটি কোম্পানির নতুন কাস্টম OS MIUI 12.5 ভার্সনে চলবে। আবার Mi 11T 5G ফোনে LTE ব্যান্ড সাপোর্ট করবে।
সার্টিফিকেশন সাইট থেকে আরো সামনে এসেছে যে, এমআই ১১টি ৫জি ফোনে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। আবার ফোনের পিছনে বড়ো আয়তক্ষেত্রকার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যদিও ক্যামেরা স্পেসিফিকেশন জানা যায়নি।
আগের রিপোর্ট অনুযায়ী, Mi 11T 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার ফোনের পিছনে ক্যামেরা সেটআপে থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৩এক্স টেলি ম্যাক্রো ক্যামেরা। এই ফোনের ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সহ আসবে। Mi 11T সিরিজের দুটি ফোনে OLED ডিসপ্লে দেওয়া হবে বলে টিপস্টাররা দাবি করেছে।
অন্যদিকে Mi 11T Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।