OnePlus Nord 2 এর Go Green Woods কালার ভ্যারিয়েন্টের আজ প্রথম সেল শুরু, জেনে নিন এর দাম ও ফিচার


 

গতমাসে OnePlus তাদের ফিচারে ঠাসা নতুন মিড রেঞ্জ ফোন OnePlus Nord 2 (ওয়ানপ্লাস নর্ড ২) লঞ্চ করেছিল। ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। যদিও এতদিন কেবল দুটি কালার ভ্যারিয়েন্ট বিক্রির জন্য উপলব্ধ ছিল। তবে লঞ্চের প্রায় একমাস পর, আজ অর্থাৎ ২৬শে আগস্ট OnePlus Nord 2-এর ‘Go Green Woods’ (গো গ্রীন উডস) কালার ভ্যারিয়েন্ট কেনার সুযোগ পাওয়া যাবে। ফোনটির অন্যদুটি কালার, ব্লু হ্যাজ এবং গ্রে সিয়েরা-এর সাথে আজ গো গ্রীন উডস ওপেন সেলে কেনা যাবে। আসুন OnePlus Nord 2 (Go Green Woods)-এর দাম এবং স্পেসিফিকেশনে চোখ বোলানো যাক।


OnePlus Nord 2 (Go Green Woods)-এর দাম, লভ্যতা


ওয়ানপ্লাস নর্ড ২-এর গো গ্রীন উডস কালার অপশন আজ দুপুর ১২টায় অ্যামাজন ইন্ডিয়ার বিক্রির জন্য উপলব্ধ হবে। যদিও নতুন রঙের জন্য আপনাকে কোনো অতিরিক্ত অর্থব্যয় করতে হবে না, সবুজাভ রঙের ফোনটির দাম এর অন্যদুটি কালার ভ্যারিয়েন্টের অনুরূপ রাখা হয়েছে।


 উল্লেখ্য ওয়ানপ্লাস নর্ড ২ ফোনটির বেস মডেল, ৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে এর ৮ জিবি/১২৮ জিবি মডেল এবং ১২ জিবি/২৫৬ জিবি মডেল কিনতে গেলে যথাক্রমে ২৯,৯৯৯ টাকা এবং ৩৪,৯৯৯ টাকা খরচ হবে।


 OnePlus Nord 2-এর স্পেসিফিকেশন


ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০×২৪০০ পিক্সেল) ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, এসপেক্ট রেশিও ২০:৯। এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ এআই প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার সফ্টওয়্যার হিসেবে এতে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১. ৩ কাস্টম স্কিন।
ফটো বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে, ওয়ানপ্লাস নর্ড ২ ফোনটিতে বিদ্যমান ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর (অ্যাপারচার এফ/১.৮৮ লেন্স), ১১৯. ৭ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) যুক্ত ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর (অ্যাপারচার এফ/২. ২৫) আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি মনোক্রোম সেন্সর (অ্যাপারচার এফ/২. ৫) দেখা যাবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট সেন্সর (অ্যাপারচার এফ/২. ৪৫)।
এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে 5G, 4G LTE, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫. ২, GPS/ A-GPS/NavIC, NFC এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট উপস্থিত রয়েছে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ৪,৫০০ এমএএইচ ডুয়াল সেল ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url