গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা করবে যুক্তরাষ্ট্র

গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা করতে যাচ্ছে মার্কিন বিচার বিভাগ, এমনটাই দাবি করেছেন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র। বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রতিযোগীদের দমিয়ে রাখতে গুগল বাজারে নিজেদের অবস্থানের সুযোগ নিয়ে আইন ভেঙেছে, এমন দাবিতে মঙ্গলবারই মামলা করার পরিকল্পনা করছে দেশটি। 

 সার্চ এবং বিজ্ঞাপন ব্যবসায় প্রতিযোগীদের সঙ্গে গুগল কেমন আচরণ করেছে, সে বিষয়টিই মামলার মূল প্রতিপাদ্য হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি গুগল। চার প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন, অ্যাপল, ফেইসবুক এবং গুগলের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে অ্যান্টিট্রাস্ট তদন্ত চালাচ্ছে মার্কিন বিচার বিভাগ। ইতোমধ্যে ফেইসবুক এবং গুগলের বিরুদ্ধে মামলাও করেছে মার্কিন অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলদের একটি দল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url